সতত পূণ্যের কাছে ঘিরে থাকে পাপ
কাঁটায় পাহারা দেয় সুগন্ধি গোলাপ;
কতনা বিষাক্ত- সুশ্রী বেলাডনা ফুল!
দক্ষ মানুষও করে অগণিত ভুল।
চাঁদের কলঙ্ক সে তো সকলের জানা;
সত্যের মাঝেও কত মিথ্যার ঠিকানা।  
উফসি ধানের মত দানাহীন চিটা-
ধাঁধাঁয় কৃষক চোখ, শূন্য করে ভিটা!


জগতের যতসুখ শোকের বলয়ে-
হাসি ও তামাশা ঘেরা আঁখিজল দিয়ে;
সমৃদ্ধি সকল সব শৃঙ্খল আবদ্ধ-
লাখো প্রলোভন তার কতটুকু সিদ্ধ!  
চৌদিকে সহস্র কত প্রতিবন্ধকতা-
এর মাঝে লুকায়িত সব সফলতা!


     -- রচনা, ২৯ আগস্ট ২০১৭
        বনানী, ঢাকা।