সেদিন স্বপনে রাতে গিয়েছি কবরে-
এ জীবনে যা জেনেছি সকলি তা ভুল;
সাজানো বাতির আলো জ্বলিছে আঁধারে,
আমায় বরিতে শত পরীরা ব্যাকুল!
মনোরম নীরবতা স্বাগত জানালো,
কুসুম কাননে সেথা সুরভী ছড়ায়;
দ্বিধান্বিত এই মনে পুলক জাগালো-
রূপসী পরীর সাথে হলো পরিণয়!


সহসা দ্বিধার স্বরে শুধালাম কারে,
‘কবর আঁধারে ঢাকা- নাগিনী আলয়,
কেমনে তা সাজিয়েছ প্রাসাদ আকারে-
শত শত ঝাড়বাতি অতি শোভাময়’!
কহিলেন অন্তর্যামী, ‘এ প্রাসাদ, মড়া,
জননীর আশীর্বাদ বৃদ্ধাশ্রমে গড়া’!  


 ১৪ জুলাই ২০১৭