নিশিদিন কর্মহীন কবিতা লেখনী
চলিবেনা- হুঁশিয়ার ও বিদ্রূপ বাণী-
চলিত সতত ঘরে প্রথম প্রথম;
ঘরনির ভয়ে তাই থামিত কলম!


প্রত্যহ নিশীথে করি প্রহর গণন-
ঘরনি মড়ার মত ঘুমায় কখন!
নীরবে গোপনে একা গভীর নিশীথে
মোবাইলে লেখালিখি সারি কোনমতে;
চকিত সে বাঁকা স্বরে শুধাত, ‘পিরিতি?-
এত রাতে কার সাথে চলে ইতিউতি?'


এমনি পেরিয়ে গেছে শতেক যামিনী,
কবিতার নেশা তবু কভুও দমেনি।
গভীর শঙ্কায় বধু একদা গোপনে
কবিতা কাননে মোর গেলেন ভ্রমণে;
হচকিত বধু সেথা পুলকিত মনে
পাতায় পাতায় তাঁর বন্দনা শোনে,
মননে মাতম জাগে- এ কি ভুল বোধে,
কতনা পতিরে মোর শাসিয়েছি ক্রোধে!
এতো নহে মনিবের কবিতার নেশা-
ঘরনির প্রতি তাঁর গূঢ় ভালোবাসা!


  -- রচনা, ২০ জুলাই ২০১৭।