পৃথিবীটাই যে স্বপ্ন ময়,
স্বপ্ন যে মিথ্যে নয়।

সবথেকে বড় স্বপ্ন গুলো মানুষ ঘুমিয়ে নয়,
জেগে থেকেই দেখতে হয়।

সেই স্বপ্ন গুলোকে বাস্তব করতে,
কতো লক্ষ, নিযুত, কষ্ট হয়।

যখন সেই স্বপ্ন সিঁড়ি বেয়ে, ওপরে ওঠে মানুষ,
জীবনের তরী টা ডোবার বুঝি সেই   সময়।

জীবন হয়তো শেষ হয়ে যায়, স্বপ্ন, স্বপ্নই রয়ে যায়।

ঠুনকো জীবনের, বড় বড় স্বপ্ন, হয়ে যায় বিষাদ ময়।

(সংক্ষিপ্ত)