চারদিকে ঘোর অন্ধকার
মাত্র সন্ধা শেষে একটু রাত
নিস্তব্দ পরিবেশ
কোথাও আলো নেই
মাঝে মাঝে দূরে
ঝোনাকি পোকার আলোর মতো
দু চারটা বাতির আলো দেখা যায়
রাস্তা দিয়ে একা হেঁটে গেলে
ভয়ে গা ছমছম করে
তবু হাঁটতে খুব ভালো লাগে
চারদিকে ঝিঁ ঝিঁ পোকার শব্দ
হালকা বাতাসে শিতল দেহ
প্রানটা যেন বাতাসের সাথে
প্রকৃতির মাঝে মিশে যায়


সময়ের নেই কোন ব্যাবধান
শুধু জায়গাটা ভিন্ন
চারদিকে ঝিলমিল আলো
লোকালয়ে ভরপুর
চারদিকে বিকট শব্দ
রাস্তায় চলতে গেলে
সিটির শব্দে অতিষ্ট জিবন
তবু চলতে হয়
জিবন চলার তাগিদে
নিতে হবে সব মানিয়া
এইভাবেই তো চলতে হবে
রঙ্গের আজব দুনিয়ায়।