মুসলমান আমরা যারা
আছে তাদের ধর্মের
দুবার করে অাসে বছরে
হয়না পরিবর্তন নিয়মের
একটি হলো গুনাহ মাফের
অল্প কিছু সময়ে
সঠিক ভাবে করতে পারলে
পাপ থাকে না শরীরে
মানতে হবে সকল বিধান
মনে রেখে পাহাড় ভয়
হবেই তবে আসল মানুষ
সাথে আত্বার সুদ্ধি হয়


অপরটি হলো সন্তুষ্টি অর্জন
করতে হবে বিধাতার
হালাল পশু জবাই করে
জায়গা নিতে হবে মনে তার
খুশি যদি হয়ে থাকে
পরম ও তার বন্ধু
সেই জিবনে থাকব সুখে
নেই কোনো দ্বিধা-দ্বন্দ
দুটোই হলো মুসলমানের
আনন্দ ও সুখের দিন
এই নিয়মেই কেটে যাবে
জিবন চলার ক্ষনিকদিন