তোমার কাজল মাখা চোখ দেখে,
বাঁকা চোখের চাহনি দেখে,
হয়তো আমি তোমার প্রেমে পরেছিলাম।
তোমার লিপস্টিক দেয়া ঠোঁট দেখে,
পাগল করা হাসি দেখে,
হয়তো আমি তোমার প্রেমে পরেছিলাম।
বাসন্তি রঙের শাড়ি পড়ে যখন আমার সামনে দিয়ে গেলে,
তা দেখে হয়তো আমি তোমার প্রেমে পরেছিলাম।
প্রেম, সেতো বাহ্যিক কিছু দেখে নয়,
সেতো আসে মনের সাথে মনের মিলনে,
আচ্ছা প্রেয়সি, তুমি আমার কি দেখে প্রেমে পড়েছিলে?
দুজনে এক সাথে লেকের পাশে বসে,
কাটছিলো সময় বেশ তোমাকেই ভালোবেসে।
আজ কেনো আমায় ছেড়ে বহুদূর গেলে চলে?
অবুঝ মনটার মাঝে দুঃখ দিয়ে এভাবে একা ফেলে।
পারবনা আমি তোমার মতো ছলনাময়ি দিতে হাসি,
পারবনা আমি তোমার মতো স্বার্থপর হতে এতো বেশি।
আজ তুমিও নেই, নেই সেই তোমার মিষ্টি ঠোঁটের হাসি,
তবুওতো আজ বলব আমি তোমায় ভালোবাসি।