কি দেখব! কি বুঝব!
বুঝার বড় অভাব
কোনটা ভালো কোনটা মন্দ
না বুঝাটায় আমাদের স্বভাব।
ভালো মন্দ কাকে বলি
সেইটা বুঝা দায়!
এই কথাটায় অল্পখানি
কবিতায় বলে যায়।
মাঠে হাটে স্কুল কলেজে
গিয়ে পরে দেখি
দুই চারজন থাকেই বসে
সামনে হাতটা ধরি।
তাদের নাকি বড়ই অভাব
খেতে নাহি পায়
অল্প যা ইনকাম হয়
তারও নাকি কিছু অংশ
ওপর মহলে যায়।
তাদের মাঝেও আছে নাকি
বৃহৎ সমবায়
অল্প অল্পের সমষ্টিতে
মিলে পাহাঢ় আয়।
ন্যাংরা ক্ষুরা আতুর বুঝি
সবই অভিনয়
আসল প্রতিবন্ধি কারা
চিনতে নাকি এই সমাজের
খুবই অসুবিধা হয়।
এই সমাজের মাঝেই আছে
আসল দুঃখী যারা
সাহায্য যেন পাইনা কারও
কষ্টেই থাকে তারা
আসল নকল মিলেই এখন
চলছে ভালো মন্দ
কোনটা আসল কোনটা নকল
এটাই নিয়ে কাটছে জিবন
মনে থাকছে দ্বিধা দন্দ
ছেড়ে যদি ভন্ডামিটা
সবার মনটা ভালো হয়
তবেই আমরা করতে পারবো
বাংলাদেশকে জয়।