দুপুরের তপ্ত রোদে রিক্সায় ঘুরছি দুজনে,
পাশাপাশি বসে আছি মন দুজনের আনমনে।
অজানা পথে যাচ্ছি মোরা নাই কোন লোকজন,
হত যদি এমন পথ, বলতো, ফিলিংস থাকতো কেমন?
বসে বসে ভাবছো তুমি গরমটা যদি থাকতো আরেকটু কম,
প্রেম দুজনের আরও মিষ্টি হতো জমে যেত একদম।
হঠাৎ করে আকাশের বুকে নামল মেঘের ঢল,
তা দেখে তুমি আত্বহারা মন খুশিতে ঝলমল।
খুশিতে তুমি জরিয়ে ধরলে হাতখানা দিয়ে আমার গলায়,
রিক্সার ড্রাইভার বলে উঠল, মামা, আমিতো সামনে আছি!
নাই কি তোমাদের লজ্জা সরমের বালাই।
লজ্জায় প্রেয়সির হুস ফিরল দেখল সে এখন বাসায়,
সব কিছুই ছিল মনের মাঝে স্বপ্ন আর কল্পনায়।