প্রেয়সী তুমি কি দেখেছো
আকাশের কান্না
তুমি কি শুনেছো
আকাশের বুক ভাঙ্গা আর্তনাদ
তাই তো সে এভাবে গর্জে ওঠে
কি করে বুঝবে তুমি
বুঝার মতো হৃদয় কি তোমার আছে?


প্রেয়সী , তুমি কি দেখেছো
গাছ থেকে ঝড়ে পরা
এক একটা পাতা!
তুমি কি শুনেছো
ঝড়ে পরা পাতার
মরমর শব্দ।
কি করে বুঝবে তুমি
বুঝার মতো মন কি তোমার আছে?


আচ্ছা, যেদিন তুমি আর আমি
এক সাথে ভিজেছিলাম বৃষ্টিতে
সেদিন কি তুমি দেখেছিলে
আমার চোখের লোকায়িত কান্না
সে কান্না কষ্টের ছিলো না
ছিলো ভালোবাসার
তুমি কি তা বুঝতে পেরেছিলে?
কি করে বুঝবে তুমি
বুঝার মতো অনুভুতি কি তোমার আছে!


বুঝতে পারলে না সেদিন
বুঝতে পারলে না আজও
চিনতে পারলে না এখনো
তোমাকে আর আমাকে
কি করে চিনবে তুমি
চেনার মতো চোখ কি তোমার আছে!