তুমি যখন প্রথম ধরেছিলে
আমার হাত দুটি
তখন থেকেই শুরু হলো
প্রেমের খুঁনসুটি।
ধীরে ধীরে পথ চলা
সামনের দিকে এগোবার
কে যেন পিছু ডাকে
আমায় বারংবার।
পিছন ফিরে যখন দেখি
সবকিছুই দেয় আমায় ফাঁকি
তবু দুজন চলতে থাকি
সামনে যে পথ অনেক বাকি।
হাতে হাতে করলাম শপথ
ছাড়ব না হাত
আসুক যতই বিপদ।
কয়েকদিন পরের কথা
শুরু হলো বিচ্ছেদ ব্যাথা
তুমি গেলে অন্যের ঘরে
আমায় ফেলে দুঃখের সাগরে।
যাবেই যদি এভাবে চলে
কেন কথা দিয়েছিলে?
নেই কি কোন কথার দাম
কেন ছড়াও তোমাদের বদনাম।
ছিলাম একা, একাই আছি
বিন্দাস ভাবে জিবন কাটাচ্ছি।
নিজের প্রতি নেই আর ভয়
সবাইকে বলি, মেয়েরা বুঝি এমনই হয়।