আমরা ছিলাম অপরিচিত
চিনতাম না কেউ কাউকে
এখন মোরা সবাই আছি
পাশাপাশি আর একত্রে
কারও বাড়ি গাজীপুরে
কারও বাড়ি জামালপুর
সবার কথা বলব কি করে
কারও বাড়িতো অনেক দূর
কেউ আসলো ইঞ্জিনিয়ারিং পড়ে
কেউ আসলো সাধারন পড়ায়
অবশেষে মিলিত হলাম
ঢাকার ভিতরে উত্তরায়
একে একে মিলে যখন
হলাম একত্রে সমাহার
মনে মনে ভাবি শুধু
বিধাতার কি আবিস্কার
তোদের সাথে থেকে মোর
চলছে জিবন বেশ
আর কিছুদিন পরেই হইতো
সব কিছুই হয়ে যাবে শেষ
সবকিছুরই ইতি হবে
শেষ হয়ে যাবে এই মজার দিন
মনের মাঝে থেকে যাবে
ভার্সিটির এই মধুর ক্ষন
যদিও আর দেখা না হয়
তোরাই থাকবি মনের ভিতর
এখান থেকেই চলে গিয়ে
চাকরি করবি দেশের ভিতর
দেশ ছেড়ে কেউ পরবাশে
যাসনে তোরা কেউ
তোরাই দেশে থাকলে বইবে
উন্নয়নের ঢেউ