মেলা বসেছে আসর জমেছে
বৈশাখের প্রথম দিনে
কপোত কপোতি হয়ছে খুশি
হরেক রকম জিনিস কিনে
রমনিদের গায়ে জড়িয়ে ছিলো
বৈশাখি বাহারি রঙের শাড়ি
রাস্তার দুপাশ দিয়ে হেঁটে চলে
দিয়েছে অনেক পথ পারি
অনেক ললনার মুখ হয়েছে ভার
মেলায় যেতে না পেরে
প্রিয়জনটি তার আসতে পারলোনা
অফিসের কাজের ভিরে
পরিশেষে যখন বিকেল বেলা
আসলো মনের মানুষটি বাসায়
উল্লাসে তার মন ভরে গেলো
মেলায় নিয়ে যাবে সে আশায়
দুজনে মিলে যাচ্ছে মেলায়
মুখে তাদের হাসির মিষ্টি
ঠিক তখনি নামলো ঝেঁপে
মুষল ধারে বৃষ্টি
হলোনা যাওয়া মেলার মাঝে
বুকে তাদের জমা ভিষন রাগ
হাসি-দুঃখের মাঝেই কেটে গেলো
পহেলা বৈশাখ!