ছাত্র জীবন সুখের জিবন
যদি না থাকত পরীক্ষা
পড়াশুনা বাদ দিয়ে
চাই শুধু জ্ঞান ভিক্ষা
মেধা আছে কতটুকু
পরীক্ষায় তা যাচাই হয়
জ্ঞান শূণ্য হলাম আমি
মনে তবু নাই কোন ভয়
লিখব আমি পাশের জনকে দেখে
অন্য কোনো চিন্তা নাই
অন্যেরটা দেখেও আমার
রোল এক হবে ভাই
মূল্যায়নের সময় দেখি
তালিকায় আমার নেই রোল
ভেবে পড়ে পাওয়া গেল
যা দেখে লিখেছি সবই ভুল
উপলব্ধি করে দেখি
পড়ালেখায় দিতাম যদি একটু মনোযোগ
হাসি মুখে থাকতাম সমাজে
ভরে যেত গর্বে বুক
বুঝলাম আমি সব কিছুই
সময় হয়ে গেলে পার
এখন শুধু আর্তনাদ করি
কিছুই এখন নাই করার