স্বার্থপর এই জগতে
বিধাতার নিয়মে
চলছে জীবন সবার
আছি সবে পাশাপাশি
তবু মোরা কেমন আছি
ইচ্ছে নেই যেন কারও জানার।


জীবন চলার তাগিদে
ছোট্ট শিশুগুলো সকালে
থলে নিয়ে থাকে রাস্তায়
বোতল গুলো কুঁড়িয়ে
পাঁচ-দশ টাকায় বেঁচে
নাস্তাটা খায় সস্তায়।


কতো দিন যায়, কতো রাত যায়
জুটেনা মুখে খাবার
ক্ষুধার যন্ত্রনায় শিশুগুলি  কাতরায়
কেউ চোখ তুলে দেখতো যদি একবার


পাশের বাসার আন্টিটা
খুবই অপচয়ি,
রাধে বাসায় মাংস পোলাও রোজ
খেতে নাহি পারে সবি
ভাগারে পরে থাকে সবি
তবু নেয়না ঐ পথ শিশুদের  খোঁজ


আদর  স্নেহ থেকে তারা
বঞ্চিত যে হয়
পোড়া ইটের মতো তাদের
মন শক্ত হয়।
অবহেলায় পরে থাকা
শিশুগুলিই একদিন
হয়ে ওঠে বেপোরোয়া
হয়ে পূর্ণ স্বাধীন।


পেত যদি সবার থেকে
ভালেবাসা আর আদর
হতো সবাই ভালো মানুষ
জড়িয়ে থাকতো সারা অঙ্গে
আদর্শেরই চাদর।
দেশের সবাই দেখাও তাদের
একটু ভালোবাসা সহানুভূতি
সারা জীবন থাকবে কৃতজ্ঞতা
তোমাদেরই প্রতি!