আমরা সবাই সংস্কৃতি মনা
পছন্দ করি শুনতে গান,
আবেগ দিয়ে শুনলে পরে
মনে আসে শান্তির টান।
শিল্পী যখন মঞ্চে ওঠে
গলায় ধরে মধুর সুর,
দর্শকের হাত তালিতে
শোনা যায় দূর বহুদূর।
গানের মাঝে অতিথিরা
যখন বলে মঞ্চে কথা,
তখন যেন দর্শকদের
ওঠে প্রচুর মাথা ব্যাথা।
সকল ধারার মানুষের প্রতি
একটাই আবদার রাখতে চাই।
গানের মাঝে বক্তৃতা বিহীন
সুন্দর সুন্দর অনুষ্ঠান চাই।
তবেই সবাই শান্তি পাবে
উপভোগ করবে অনুষ্ঠান,
দর্শক, শিল্পী সকলে মিলে
রাখবে সংস্কৃতির সম্মান।