তুমি জোৎস্না হয়ে ছড়াও আলো অই আকাশে থেকে,
তুমি মেঘ হয়ে ঝরাও বৃষ্টি অই পৃথিবীর বুকে।
তুমি শিশির হয়ে ভিজাও ঘাস ভোরের হাওয়ায় মিশে,
তুমি আমার পরান পাখি চাই যে তোমায় পাশে।
যখন তোমায় মনে পড়ে বন্ধ করি চোখ,
ঠিক তখনি ভেসে বেড়ায় তোমার ঐ মুখ।
হারিয়ে যাই অচিন দেশে,
তোমার মনে পাগল বেশে
তুমি হীনা নাই কোনো চিন্তা,
তোমাকে চাই এটাই আকাঙ্ক্ষা।