আমার কথায় হও তুমি বিরক্ত।
আমার দেখায় হও তুমি বিব্রত।
আমার লেখা তোমার কাছে হাস্যকর।
আমার স্মৃতি তোমার কাছে ম্রিয়মান।
তবুও কেন এই একতরফা মায়ার টান।


ভালবাসি, কখনো বলব না আর।
হতে চায় না আর বিরক্তিকর।
দেখাব না আর আমার নির্লজ্জতা।
ভেবে নিয়েই তুমি আমার মমতা।
তবুও কেন শুনতে চায় তোমার কথা।


হয়তো কোনদিন বুজবে না আমায়।
ভাঙায় থাক আমার এ অবুঝ হৃদয়।
মিথ্যা স্ব্প্নকে সত্যি ভেবে কাটাব জীব্নভর।