কি নথ দেখিয়াছি আমি
ঐ কোঁকড়ানো চুলে,
ঐ নাকের তিল আর মায়া মুখে।
বার বার যে আমি হারিয়ে যায়
ঐ মায়াময়ী রহস্য কেন্দ্রিক জালে।


কি যেন একটা খুঁজে পাই
ঐ লজ্জা যুক্ত চাহনিতে আজও !
যেন এক নিদারুণ রহস্য যা আমি ভেদ করতে অযোগ্য।


দিব্বি তোর দিকে তাকিয়ে
আবার অপার সম্ভাবনা দেখিতে পাই।
বার বার ফিরতে চায়, ঘরে ।
দিব্বি তোকে ভালবেসে কাটিয়ে দিব জীবন একা-অনাহারে।