হয়তো কাউকে ভেবে
ভীনদেশী তারার খোজে
পুকুর ধারে নজর যায়।


হয়তো দেখার নেশা মেটাতে
আকাশের ক্যানভাসে
চোখ দুটো তার ছবি আকায়।


হয়তো কখনো পূর্ণ হতে
মনে মনে ভেবে ভেবে
সে তার নিজের করে নেয়।


হয়তো তার গোপনে
তাকে ভেবে
জানালা খোলা রয়।


হয়তো মেঘের শেষে তারার দেশে
আলো জ্বলে আলো নেভে
তার কথা ভেবে।


হয়তো এই হয়তো এর মাঝে
কিছু মায়া আটকে থেকে
ভালবাসার অর্থ খোজে।