তুমি চলে যাবার পরে
আমার গান কেও শুনতে চায় নি।
যখন গেয়েছি দেখেছি আমার সাথে আমি ছাড়া আর কেউ নেই।


তুমি চলে যাবার সময়
যে যুক্তি দিয়ে চলে গেলে সেটা তখন বুজলে ও
দিনে দিনে সেটা মিলাতে পারি নি।


আমার কাল্পনিক স্বপ্ন কে তুমি যে আদরে
আশ্রয় দিয়েছিলে।
আমার অসহ্য আচারন গুলো যে মমতায়
পাগলামি  বলে অভয় দিয়েছিলে।
আমি ভাবি তোমাকে, এতটা সহ্য করেছিলে?


চারপাশে যে অতীত আমি দেখি,
তার চেয়ে বেশী দেখি তোমার রক্তবর্ণ মুখ।
আমাকে জীবন থেকে বাদ দেবার সে কত ফন্দি ফিকির।


তোমার সাদামাঠা মায়া দেখান গুলো আজকাল বড্ড
বেমানান লাগে।
শেষের দিকে  ঘুমটা ভাঙে।
আমি তো একটা বাহানা মাত্র।


আমি আর ফিরে যেতে চাই নি।
যে আদরে আমাকে বেধে রেখেছিলে
সেটা তো কুয়াশার চাদর।
একটু রোদ এর দেখা পেয়ে, ঝরিয়ে দিলে কি অনাদরে!


তোমাকে উদ্দেশ্য করে মন যত কথা বাধে
সেগুলো এখন গিলে নিই।
না পারলে বিষাক্ত ধোয়ায় উড়িয়ে দিই
তোমাকে ছাই বানাবো বলে।