এখনি শুরু
---কিশোর কারুণিক


তৃষ্ণার্ত মরুভূমি
তৃষ্ণার্ত পাখিগুলো
তৃষ্ণার্ত বৃক্ষগুলো
তৃষ্ণার্ত প্রাণীক’ল
আর তৃষ্ণার্ত তুমি শুধু তুমি
একবিন্দু বারির জন্য
একবুক ভালবাসার জন্য অপেক্ষারত ছিলে
আকাশ থেকে বারি এল
পাখির কণ্ঠে গান এল
বৃক্ষগুলো প্রাণ পেল
মরুভূমি তৃষ্ণা মেটাল
তুমি ছিলে আমার অপেক্ষায়
আমি এলাম চুম্বনে চুম্বনে
ভরে উঠল খালবিল নদী নালা
আদরে আদরে জেগে উঠলো
সূর্য চন্দ্র নক্ষত্রগুলো
এক একটি একেক সময় আলোর-
ঝলকানিতে আলোকিত হয়ে উঠলো
তোমার ওষ্ঠ, গ্রীবা ললাট
দমকা হাওয়ার মতো আন্দোলন করে উঠলো
তোমার নিঃশ্বাসে বিশ্বাস এল প্রাণে
তলদেশে মুক্তা মানিতের খোঁজে
যুগ যুগ শতাব্দী ধরে সাতার কেটে যাওয়া
এ যেন শেষ হবার নয়