তোমায় আপন
  ---কিশোর কারণিক



মস্করা করে মস্তক উচিঁয়ে
এগিয়ে চলেছে মস্করী
মল¬যুদ্ধ এবার হবে, এসো হে মহর্ষি
মহত্ত সে তো মহনীয়
এখন আমি  ক্ষুধার্ত
শুরু করো শুরু করো
হে তোমার মহাযজ্ঞ।
বিপদ নিয়ে প্রয়োজনে এসে
অভয় দিলে অন্তরে
মন ভরে সংশয়ে,
তোমারে ডাকি তোমারি আছি
কেন অভয় শান্তনার?
জীবন মরন সবই আছে
কীথার্ত কী হবে আপনার?
জীবন আমার মরন আমার
সুখ দুঃখ সেও আমার
তোমায় ডাকি অবিরাম কিছু চাওয়া
কিছু পাওয়া, যায় যে বেশি খোয়া।
আমার জীবনে তোমার আলো
কেন হয়না আলোড়ন
তবে কী কৃপন
শুধু ভেবেছি তোমাায় আপন!