হাতের কঙ্কন
---কিশোর কারুণিক


তোমার হাতের কঙ্কন
রিমঝিম বৃষ্টি
শরীর জুড়ে হিমেল বাতাস
অপলক নয়নে নীলাময়ী
উন্মুখ পৃথিবী
যা হবার তা হয়ে গেল
আশা স্বপ্ন হাতছানি দিয়ে গেল
চেতনায় রঙ বেরঙের প্রবাহে
ভাললাগা অতীত হলো
ভালবাসা কাছে এলো
জীবনের জয়গানে
এখানে আপন বলে কিছু নেই
শুধু চেয়ে দেখা
কাছে আসা
একটু অনুভূতি একটু আদর
একটু মাখামাখি একটু যাতনা
উদয় অস্ত লীলা খেলায়
সব কিছু ঠিক থাকে