ভালবাসার চোখে
---কিশোর কারুণিক


ভালবাসার চোখে তাকাতেই
ভালবাসা বন্যার জলের মতো-
ভাসিয়ে নিয়ে গেল।
আমি উদাস ভাবুকের মতো
এদিক ওদিক করতেই
ভালবাসা জড়িয়ে ধরলো
আমাকে শিখালো
কীভাবে মানুষ হতে হয়
কঅভাবে আপন জনকে-
আপন করতে হয়।
আমি ফিরে তাকালাম
হাজার বছর আগে, মধ্যযুগে
ফিরে এলাম বর্তমান সভ্যতায়;
তুমি তেমনি আছো যেমন ছিলে
ব্যাসদেবের লিখনীতে
সুকান্তের জীবনীতে
জীবনানন্দের কবিতার ছন্দে
ঘরে না ফেরা যুগোল নয়নে
শস্য ক্ষেতে শিরির বিন্দুতে
বৃষ্টির জল নুপুরে
সে বসত করে, আবার ঘর ভাঙে
খেলছে খেলা ভাসিয়ে ভেলা