বাঁচার মতো বাঁচতে
--কিশোর কারুণিক


ভালবাসার উষ্ণতায় আজও
পথ চেয়ে দিক ভ্রান্ত পথিক।


তুমি শুধু তুমি নও
তোমার ভেতর আমিও আছি।


তোমার চোখ কথা বলে
তোমার ঠোঁট ভাষা জানে
তোমার হাত কী যেন পাবার আশায়
এখনো....


তোমার নীরবতা ভাবুকতা কাছে আসো
আমাকে উজ্জীবিত করে
আমাকে পুরুষ হতে বলে


আরো বেশি অনেক বেশি ভালবাসতে শেখায়
বাঁচার মতো বাঁচতে
বাঁচার মতো চলতে শেখায়।