একা করে
কিশোর কারুণিক
  


হাজারো চেষ্টায় ফেরানো গেল না
ফেরানো গেলো না
মন চেয়েছিল
শরীর চেয়েছিল
ভাষা এসেছিল
হলো না কথা
হলো না
তাকে ফেরানো গেল না
আহা! তাকে ফেরানো গেল না
শ্রাবনের ধারায় কাঁদিয়ে
সে চলে গেল
সে চলে গেল
একা করে!
একা করে!