আজও বাস্তব সমাজ সময়ের কাছে থমকে গিয়ে জিজ্ঞেস করে ওদেরই অগোচরে,
ওরা কী প্রকৃত শিক্ষিত?
সেদিন যারা স্কুল কলেজের গন্ডি পার হয়েছিল
ঝুড়ি ঝুড়ি নাম্বার নিয়ে,
যারা সেদিন মঞ্চে দাঁড়িয়ে সবাইকে কথা দিয়েছিল
স্কুল কলেজের মান রাখবে দেশের শিক্ষা প্রাঙ্গণে।
ওরা বারংবার বড়ো মুখ করে নিজেদের শিক্ষিত,
বলে দাবি করে যেখানে সেখানে।
যদি এতোই শিক্ষা থাকে নিজেদের মধ্যে তবে
সে শিক্ষা বিলিয়ে দাও না কেন মানুষের জন্য?
মানুষ যে এখনো সুশিক্ষার আশায় নির্বোধ হয়ে
বসে আছে।
তবে আজ ওদের শিক্ষার নমুনা কোথায় সমাজের বুকে? কোথায় ওদের শিক্ষা দীক্ষা?
সমাজের প্রতিটি অন্ধকার কোণে এখনো শিক্ষার আলো প্রয়োজন,
যে শিক্ষায় মানুষকে জানাবে মানবতা-মূল্যবোধের সংজ্ঞা।
বাস্তব যখন দূর্নীতিতে নেশাগ্রস্ত তখন ওদের
অবাস্তব শিক্ষা মূল্যহীন ,
ওদের আমরাও চিৎকার করে বলতে চাই ফিরিয়ে আনো এদেশে মানবতা-মূল্যবোধের শিক্ষাকে ।
যদি তাতেও ব্যর্থ হও তবে হয়তো মনুষত্ব্য ওদের কাছে সন্তর্পনে প্রশ্ন করবে'ওরা শিক্ষিত?'


17/04/2024
মল্লিকপুর, স্বরূপনগর