‌সে‌দিন আমি পড়ার টে‌বি‌লে,
সাম‌নে ঝুল‌ছিল ক‌বি নজরু‌লের একখানা ছ‌বি,
অ‌তি সাধারন কাগ‌জে অং‌কিত ছ‌বি,
তবুও তি‌নি বাংলার শত ব‌র্ষের বিদ্র‌োহী ক‌বি,
‌ছিল তাঁর বিদ্র‌োহ সক‌লের উর্ধ‌ে,‌চিরকাল থাক‌বে শোষ‌ণের বিরুদ্ধে‌ে।


‌সে‌দিন আমি পড়ার টে‌বি‌লে,
সাম‌নে ঝুল‌ছিল নজরু‌লের একখান ছ‌বি,
‌যেন কোন শিল্পীর রং তু‌লির স্প‌র্শ‌ে,
যত বিদ্র‌োহ ছিল বু‌কে,
‌জে‌গে উঠে‌ছিল তাঁর চো‌খে-মু‌খে।


‌সে‌দিনও আমি পড়ার টে‌বি‌লে,
সাম‌নে ঝুল‌ছিল বিদ্র‌োহী ক‌বির একখান ছ‌বি,
হঠাত্ কর‌ে মহা‌বিদ্র‌ো‌হের কম্পিত বাণী পৌ‌ছে দি‌লো,
আমার মনুষত্বের মা‌ঝে,
আর তারুণ্য‌কে দি‌য়ে গেল ধীক্কার,
‌কোন এক শিল্পীর অং‌কিত নজরু‌লের সেই ছ‌বি।


আ‌মি লজ্জায় ম‌রি ম‌রি,
নই কোন শিল্পীর আঁকা ছ‌বি,
আমি‌তো মানুষ,আ‌মি‌তো তরুণ,আ‌ছে মোর তারুণ্য,
তবুও শোষণ আর অত্যাচা‌রের বিরু‌দ্ধে ক‌রিনা কেন বিদ্র‌োহ?