পৃ‌থিবীর যত চিরায়ত রুপ খুঁ‌জে পে‌য়ে‌ছি আমি,
‌সে‌তো শুধু তোমারই মা‌ঝে;
তাই‌তো তোমার মুখখান ম‌নে হয়,
ফুটন্ত এক গোলাপ।
আর তোমার ঠোট দু‌টো,‌গোলা‌পের দু‌টো তাজা পাপড়‌ি,
‌মোর প্রিয় ফুল সে‌-‌তো গোলাপ,যা কিনা ফু‌লের রাণী,
আর প্রিয়তমা সে-‌তো তু‌মি,‌যে কিনা মোর হৃদ‌য়ের রাণী।
‌তোমার ঐ ডাগর চাহনী‌তে পে‌য়ে‌ছি আমি,
মায়াবী আভাস,‌দে‌খে‌ছি তাই ভালবাসার সপ্ন।
যখন দে‌খে‌ছি ভো‌রের শি‌শি‌রের মৃদু হা‌সি,
তখন ম‌নে হ‌য়ে‌ছে সে‌তো তোমারই হা‌সি;
যখন দে‌খে‌ছি দূ‌রের ঐ কৃষনো চূড়ার র‌ঙিন আভা,
‌ভে‌বে‌ছি তাই লাল শাড়ী প‌রে ব‌সে আছে‌া তু‌মি;
ছু‌টিয়া গিয়া‌ছি তাই আমি।
যখন শু‌নে‌ছি ঝর্ণার চলার শব্দ,
তখন ম‌নে হ‌য়ে‌ছে সে‌তো তোমারই চলার ছন্দ।
যখন শু‌নে‌ছি কো‌কি‌লের সুমধুর কন্ঠ,
তখনও ভে‌বে‌ছি সে‌তো তোমারই ল‌লিত কন্ঠ।
যত স্বপ্ন দে‌খে‌ছি আমি সেতো তোমা‌কেই নি‌য়ে,
কখনও বা তোমা‌কে হা‌রি‌য়ে‌ছি আমি স্ব‌প্নের মা‌ঝে,
হারা‌তে চায়না আর তোমা‌কে কখনও,
‌দেখ‌তে চায়না আমি এমন স্বপ্ন।