আমি শক্ত, আমি নবীন
ইস্পাতের ন্যায় আমি
আমি দৃঢ়, আমি অটল, আমি কঠিন;
আমি সাহসী, আমি যান্ত্রিক
করি প্রতিবাদ, আমি ভয়হীন।

আমি চঞ্চল, নই বিহুবল
আমি মাতি না, আমি দেখে যাই
আমি বুঝি সব, করি না শোরগোল;
আমি ভাবি না, আমি রাগী না
আমি কাঁদি না, ভাঙ্গে না মনোবল।

আমি বিশাল, আমি অনন্ত
বিচলিত নই, উত্তেজিত নই আমি
আমি দূরন্ত, আমার ভোলামন;
থমথমে নই, আমি শান্ত, আমি প্রেমিক
আমি ভালোবাসি, সহি জ্বালাতন।


KKB-17.05.2016