ছোট ছোট রাত লম্বা হয়ে যায়
মধ্য রাতে হঠাৎ যখন ঘুম না আসে;
হাত বাড়াবার কিংবা সান্তনা দেবার
কেউ না থাকে পাশে যখন;
চুপটি করে “দ” হয়ে ঘুমের চেষ্টা বৃথা
ঘুম নাহি আসে তবু একলা শুতে হয়।  

আধো অন্ধকার, অপ্রয়োজনীয় আসবাব
শুভ্র বিছানায় নেতানো বালিসটা চুপসানো;  
গলা শুকিয়ে কাঠ, নি:সঙ্গ খাট
একটি গ্লাস জলের জন্য হুহু করে যতটা
তারও থেকে অধিক যাতনা একাকী বিছানায়;
ঘুম নাহি আসে তবু একলা শুতে হয়।  

জানালার পর্দা ভেদ করে, উকি দেয়া চাঁদের আলো
কোন ফাঁদেই দেয় না ধরা নিদ্রা দেশের পরী;
আসবাবের ফাঁকে ফাঁকে বেতাল হাঁটাহাঁটি
প্রার্থনায় মগ্ন! আয় ঘুম আয়, চোখ জুড়ে আয়;
ছোট ছোট রাত এভাবেই লম্বা হয়ে যায়
ঘুম নাহি আসে তবু একলা শুতে হয়।

KKB-27.06.2016