যত কিছু খারাপ আছে, যাহা কিছু মন্দে
লাগে না কপালে ঠিক, থাকে না সুর ছন্দে;
স্বজন চলে যায়, ফিরে আসে না পোষ
সকলই অদৃষ্টের খেলা, সকলই আমার দোষ।

স্বপ্নে বিভোর ছিলাম, রঙ্গিন সে শিশুবেলা
যাহা যাহা চাই তাহা, কুড়াইবো আমি একলা;
কোন পথে নাগাল পাবো, বলেনি কেউ এসে
ঘুম ভেঙে জেগে দেখি, সবই ছিল স্বপ্ন দেশে।  

পিতা যে ধনী নয়, মাতা’রও নেই খেয়াল
ছিল না ভাবনা মোর, কিভাবে উড়িবে পাল;
ভ্রাতাও যে নেই বিদেশ, মমতাময়ী মাতা’র
মেলেনি লটারি ডিভি’র, কপালের দোষ আমার।

ছিলাম না ফার্ষ্ট বয়, মাখিনি লাইফ বয়
তবুও আমাকে নিয়ে, প্রতিবেশীদের ভয়;
ছিল যে বিশেষ ঢঙ, সুদর্শন হয়তো বেশ
বালিকা মিশছে খুব, সে দোষেরও নাই শেষ।

ভীষণ চালাক নই, আজব মতলবি নই
মগজটা নয় খালি, মুখেতে যে ফোটে খই;
কিভাবে করবো শাইন, কিভাবে আসবে জোশ  
পরিশ্রমে মেলেনা দাম, সেটাও আমার দোষ।

লড়াইয়ে সময় ক্ষয়, হয় না উন্নতি
অলীক দোষ আমার, আমি নাকি ধীর গতি;
ভাগ্য দোষে বিফলে যায়, মিলে যাহা প্রয়াসে
অপরের কপাল এমন, বিনাশ্রমেও সবই আসে।  

আর কারো দোষ নেই, আর কারো ভূল নেই
অভাবের চাপে চাপে, হারিয়ে ফেলেছি খেই;
খুঁজিতে সময় পার, ঝুলিতে না আসে খোশ
কি উপায়ে মিলবে ফল, কাটিবে সকল দোষ।


KKB-28.03.2017.