তোমরা যারা আজকে ক্ষুদে
রয়েছো সবাই চক্ষু মুদে
কালকে তোমরা হাঁটি হাঁটি
হাসি খেলায় মাখবে মাটি
দেখবে বিশ্ব খুলবে আঁখী
বিশ্বমাঝে উড়ছে কত; বাহারী সব পাখী।

আজকে যারা ছোট্ট শিশু
ঝরছে নাক আর করছো সুসু
একটু যখন বড় হবে
ছোট ছোট পায় চলবে সবে
খেলায় ধুলোয় পার হবে দিন
বিভোর হয়ে আঁকবে যত; স্বপ্ন আছে রঙ্গিন।

গুটি গুটি পায়ে বিদ্যালয়ে
বর্ণমালার সঙ্গে পরিচয়
পড়বে ছড়া কষবে গণিত
হবে তোমরা ভীষণ শানিত;
বাড়বে জ্ঞান বুদ্ধি আরো
জগতজুড়ে ঘুড়বে যখন; হবে মস্ত বড় পন্ডিত।

জ্ঞান-শিক্ষায় জ্বালিয়ে আলো
ঘুচাবে তোমরা সমাজের কালো
তোমার আলোয় আলোকিত দেশ
হবে গর্বিত সমগ্র জাতি;
ঝলকাবে নাম স্বদেশ মাতার
জন্মভূমি ধন্য হবে, আনিবে রাঙা প্রভাতী।

KKB-13.05.2017