কবি নই আমি- তাই
ঢেউহীন সাগরের তীরে বসে অবকাশ হয় না ভাবনার;
উত্তপ্ত সমুদ্রের বুকে পথচলা অতি নগন্য সাধারন একজন
স্বপ্নের দেশে হয়না যাওয়া, প্রতিটি কথাই জীবন-যুদ্ধের।

রাত ঘুমে স্বপ্ন ভর করে না চোখে; দোলিত হয় না হৃদয় সময়-অসময়
চলার পথে কুড়িয়ে পাওয়া শব্দগুলো রাখা যতনেতে;    
আপাদমস্তক পাঞ্জাবী’র লোভ হয় না কখনও
ভরসা এখনও জামাতে।

লিখতে যাই না কাব্যকথা, খুঁজি না রূপসীবাংলার বনলতা সেন
লম্বা দাড়ি-গোফ নেই, নেই দোয়াত-কলম কিংবা গভীর ভাবনা;
কেমন করে লেখা হয় কবিতা, গদ্য, উপন্যাস
সেগুলো আজও রয়েছে অজানা।

খেয়ালের বশে বর্ণ-বর্ণ খেলা; তারই মধ্যে ঘটে মিলন শব্দের
কথার ভাঁজে লেখা হয় কথা; নিরীক্ষা হয় না কি সব হলো;
কবি নই আমি, গদ্যকার নই তবে
তোমরা যে যাই বলো।

কেকেবি-০৩.০৪.২০১৬।