কথায় কথায় গাঁথা মালা
কথার আছে ডাল-পালা
সঙ্গী-সাথী হয় যে কথায়
কথার শব্দে কানে তালা।

কথার কথায় বাড়ে কথা
কথা’র হয় না মাথা ব্যাথা
একটি কথায় ফুরায় সে ভাব
যে ভাব করতে লক্ষ কথা।

কথার আছে প্রতিক্রিয়া
ভালো কি বা মন্দ
একটুখানি তাল হারালেই
সৃষ্টি হয় যে দ্বন্দ।

বিষম জ্বালা বেফাস কথায়
রসের কথায় হাসি
ভন্ড লোকের কথার দাম নেই
জজের কথায় ফাঁসি।

একটি কথার অনেক মানে
কথায় শত্রু, মিত্র আনে
কথার জন্য হয় সুনামী
আবার হয় কথায় বদনামী।

বুঝে শুনে বলো কথা
কথা ভীষণ দামী
ফসকে কথা বেরিয়ে গেলে
হয় না অন্তর্গামী।


KKB-10.08.2016