আজ কিছু হয়নি ভাবা, আজ কিছু হয়নি দেখা
আজ কোথাও হয়নি যাওয়া, আজ কিছু হয়নি লেখা।

একা একা বসে আনমনে, একটি আধার ঘরের কোনে
সমুদ্র তরঙ্গ হেথা হৃদয়ে মম, বাজিতেছে সদা সঙ্গপনে।

কখনও আসছে কেউ, কখনও যাচ্ছে কেউ
দেখিতে পায় না কেউ, হৃদয়ে উঠছে ঢেউ।

আজ কেন ডাকে না আমায়, কেন আজ হই না চঞ্চল
আজ কেন বইছে না পবন, সূর্যটা কেন এতো উজ্জ্বল।

আজ কেন নীরব গিটারখানি, মৌনতায় আছে চোখ বুজে
গান নাহি উঠছে গলায়, সূর নাহি পাই খুজে।

আজ কেন এত কুহুলিকা, পাখি নাহি গাইছিল গান
কিছু বাদে বাজে আলাপনি, মাঝে মাঝে শুনি কলোতান।

আজ কেন এত স্থির, নিথর কবিতার খাতা
স্পর্শে হয় সংকিত, সাবলিল মেলেনা সে পাতা।

আজ কেন বদলায় না ভাব, গড়ায় কলম মেঝে
হয় না কিছুই লেখা, কবিতার খাথা আপন ভাজে।

লেখনীতে কেন জড়তা, পরছে না কেন কিছু রেখা
মসি কেন বলছে না ডেকে, আমি যে তোমারই সখা।

কেকেবি-০৮.০৩.২০১৬।