মায়াবিনী চোখ জোড়া তুই বন্ধ কর
খুলিস না আর একটিবারও সন্মুখে মোর;
ঐ রক্তমুখী ঠোট দু’টি তুই নারাসনে আর
ভয় লাগে তোর হিংস্র চোখের ঐ চাহনি
মন ভোলাতে চেষ্টা থামা ঐ চোখে তোর।

ঐ চোখে তোর নেই মায়া ঠিক নেই যে আগুন
মেলে যখন ধরবি তাকে সন্মুখেতে
হিংস্র হয়ে ওঠে কেন সেই চাহনি,
ভয় দিয়ে কি জয় করা যায় মন-সমুদ্র?
তোর ঠোটেতে রং আছে ঠিক নেই যে ফাগুন।


KKB-17.06.16