লাঙ্গলখানা তার পরে আছে নির্বাক, নিরাকার দেয়াল ঘেষে
সদা হাসি মুখ, চাষীও যুবক, সুদর্শন ও বেশ নবীন;
লাঙ্গলটি তার পরম সম্পদ, পৈত্রিক সূত্রে পাওয়া
আশা বাঁধে মনে, করিবে সে চাষ কোন একফালি জমিন;

সাধ্যমত চেষ্টা তাহার, যত্ন করিতেও হয় না অবহেলা
পাছে মরিচা না ধরে, কেহ বলিতে না পারে এমন;
কোন উপায়ে? কেমন করে করিবে তুমি চাষ?
চষীবার তরে কোন জমিনদার দিবেন তোমায় জমিন।

ধূ ধূ সীমানাহীন, কীনারাহীন বহুদুর, যায় না দেখা
ফাকা ফাকা বেকার; পরে আছে কত জমিন বিনা ফসলে;
জমিনদার, অনায়াসে দিতে পারেন অনুমতি, করিতে জমিন চাষ
না! দিবেন না! নিস্ফলা জমিন চিরদিনই রাখবেন নিজের দখলে।

সইছে না আর, গর্জে উঠিল এবার, মস্ত পাথরে চাপা বক্ষ  
নিলোনা খবর ৩০টি বছর, নানান কষ্টে কাটলো যে দিন;
হু হু করে হৃদয় গভীর রাতের বাদ্যযন্ত্রে, যখন শোনা যায়
চষীবার তরে সঙ্গবদ্ধ চলিছেন চাষী, কোন একফালি জমিন।

KKB-01.04.2016.