কি ছিল দোষ আমার! জানি না, কি ছিল ভুল!
ছিল যাহা যতসামান্য, এসেছিলে তুমি জেনে;
মেনেছিগো হার, উজাড় করে দিয়ে হৃদয় ভান্ডার
ব্যাকুলতা ছিল বেশ, নিয়েছিনু তাই সকলই মেনে।

অনুভবে ছিলে, আছো হৃদয়ের পুরো অঞ্চল জুড়ে
ভূল যাহা হয়েছে নিয়েছি গচে, তোর লাগি প্রিয়া;
তোর লাগি হয়েছি বাউন্ডুলে, মাঝে মাঝে তাই
গর্জে উঠে পাজরগুলো, কেঁদে ওঠে মোর হিয়া।

সূর্যহীন ভাবনার আকাশটা ঢেকে আছে কালো মেঘে
জীবনের চাহিদা বেড়ে চলে অন্তহীন, মন নাহি বসে কাজে;
বিষন্নতার আর্দ্র চাদরে জড়ানো দিন নাহি ফুরায়
ভীষণ ভয় বাক্য বিনিময়ে; মনে পড়ে যদি সব পাছে।

অন্ধকারেও কালো চশমা পরে হাটি
ব্যাথাময় হৃদয়ে দেখি না কোন ভালো;
কোলাহল এড়িয়ে, আলোর পথ পেরিয়ে চলি
চলি সেই পথ ধরে; যেথায় জ্বলে না আলো।

দোষীবো না আর কাউকে এ জগতে
করিবো না আর আহাযারি;
বলিবো না আর সঙ্গী হতে হৃদয়ের
সে ভালো থাকি কিংবা যাই মরি।

কেকেবি-২৯.০২.২০১৬