এক দূর্ভেদ্য গভীর অন্ধকার কুয়ো থেকে
তুমি টেনে তুলতে পেরেছো আমায়;
যে কাজে অক্ষমতা প্রকাশ করলো অনেকে
একটি লৌহ যন্ত্রের হলো মাথা নত
তুমি সেটা করে দিলে অনায়াসে; অবলীলায়।

কোন রকম দড়ি শিকলের বাধন ছাড়া
তুমি বেঁধে নিয়ে আসলে আমায় টেনে;
যে মানুষ দু’কদম হাঁটতে করি বাহানা
তাঁকে তুমি হাঁটালে কয়েক ক্রোশ পথ
তোমার অপরূপ সৌন্দর্য্যের আহবানে।

চৌম্বকশক্তি সম্পন্ন সুঢোল নিতম্বের ছন্দময় নৃত্য
জৈষ্ঠের শৃঙ্খল ভঙ্গ করা অস্থির গরম চরম;
সুবিন্যাসিত উদ্দীপনাময় হাঁটার ছন্দ বিলায়ে  
হৃদয়হরনীয়া ঘর্মাক্ত শারীরিক আকর্ষনে
টেনে তুললে আমায়; বানালে বেহায়া বেশরম।

তুমিই পারো হে নন্দিনী -
দিতে পারো সিংহাসন জয় করার উদ্দীপনা;
রাজ্য থেকে নির্বাসিত করতে পারো রাজাকে
বীরের বীরত্ব কেঁড়ে নিতে পারো তুমি
অতি সামান্যকেও দিতে পারো; প্রেমময় যাতনা।


KKB-21.05.2017.