আবার এলো যে শরৎ ফিরে,
অলস  দুপুরের এই প্রহরে।
সাদা মেঘ ভেসে চলে দিশেহারা,
তার সনে সাথি হয় বলাকারা।
কাশফুল মাথা দোলায় হরষে,
এলোমেলো বাতাসের পরশে।
মাছরাঙা ঝাপ দেয় চকিতে,
বর্ষার কালো জলে নাহিতে।
ছোট নাও পাল তুলে  ভেসে যায়,
হাল ধরে মাঝি ভাটিয়ালি গায়।
সাদা মেঘে রোদ পড়ে ঝিকিমিকি,
নীলাকাশে শিল্পীর ছবি দেখি।
শাপলা শালুকের ফুল ঝলমল,
বুনোহাঁস জলে করে কোলাহল।
ছিপ ফেলে জেলে বসে থাকে ঠাই,
বর্ষা ফুরোবার বেশী বাকি নাই।