পথ হাঁটছি, রোজ হাঁটছি,
দ্যখো বুকের ভেতর ক্লান্তি,
নিচে নামছি, রোজ নামছি,
চেনা জানা পথ ছাড়ছি।
শুধু পথ আগলে জিজ্ঞেস করে,
ফেলা আসা শৈশব,
বড় হবার স্বপ্নগুলো,
কোথায় গেলো সব?


পথ হাঁটছি, রোজ হাঁটছি,
যেন গহীন অতলে নামছি,
দৌড়াচ্ছি, হাপাচ্ছি,
তবু সুখের নাগাল কি পাচ্ছি?
বুকের ভেতরে  চিৎকার করে
অচেনা এক বোধ,
আর কতকাল ছুটলে হবে
জীবনের দায় শোধ।


পথ হাঁটছি, রোজ হাঁটছি,
জানিনা কোথায় যাচ্ছি।
ফুরোচ্ছি, জিরোচ্ছি,
জানি শেষের পথে আগাচ্ছি।
তবু কেমন যেন ঘোর লাগা চোখ
থামতে দেয় না আর,
পথের শেষে উৎ পেতে থাকে
আততায়ী আধাঁর।