বৈশাখের দুপুরে রোদের কড়াকড়ি,
বাংলার মাঠে মাঠে ধানের ছড়াছড়ি।
ব্যস্ত কিষান তার দেহ ভরা ঘাম,
মনের মাঝে তবু সুখের পয়গাম।
কিষাণির মুখে হাসি, স্বস্তির আভাস,
আবার এলো বুঝি গোলা ভরা ধান।
গ্রামে গ্রামে পড়ে গেছে ধান কাটার ধুম,
দিন রাত ব্যস্ত সবাই চোখে নেই ঘুম।
ধানের সুভাস ভাসে বাতাসে বাতাসে,
নতুন নবান্ন এলো যে বাংলাদেশে।