কৃষ্ণচূড়া রে,
কোথায় পেলি তুই এমনতর লাল?
কোন বধূর সিঁদুর করেছিস কি চুরি?
না কি কোন বালিকা দিল তোকে লাল শাড়ী?
গ্রীষ্মের কাঠ ফাটা রৌদ্রে যখন সব পুড়ে যায়,
ক্লান্ত পথিক এসে দাড়ায়, তোর ছায়ায়।
অবাক বিস্ময়ে দেখে রাশি রাশি লাল ফুল।
হঠাৎ মনে হয় কেউ বুঝি জ্বেলে দিলো লাল আগুন।
তপ্ত হৃদয় শীতল হয় তোর দর্শনে,
সবাইকে বেঁধে রেখেছিস কি এক মায়ার বাঁধনে।


যখন আকাশ কালো করে বৃষ্টি আসে,
তোর লাল লাল ফুল দোলে ঝড়ের বাতাসে।
আছে কি কোন পাষাণ এই বিশ্বে?
যার প্রান দোলবেনা অপার হর্ষে।
দেখে তোর অদ্ভুত মায়াকাড়া রুপ,
দেখে তোর লাল রঙের স্বর্গীয় জৌলুস।


কৃষ্ণচূড়া রে,
তুই ফুটে থাকিস সারা বছর জুড়ে,
                         এমনি করে।
ছড়িয়ে দিস তোর আগুন ঝরা লাল রঙ,
                           সবার হৃদয়ে ।
স্নিগ্ধ ভোরে না হউক, তপ্ত দুপুরে।
তুমুল বৃষ্টিতে না হউক, মৃদু বাতাসে।