সূর্য অস্ত গিয়েছে।
সবুজ পাতার মাঝে জমা হয়,
গাঢ় অন্ধকার।
বিষণ্ণতার আবেশ ছড়িয়ে,
আরেকটি রাত্রি নামে নগরীর বুকে।
মৃত্যুর অভিশাপ ভরা রাজপথ ধরে,
অনিশ্চিত পা ফেলে ক্লান্ত মানুষ ঘরে ফেরে।
পিচাশের উতপ্ত নিঃশ্বাস সহসা গায়ে লাগে।
সবুজ প্রাণ অঙ্গার হয় চোখের পলকে।
অলিতে গলিতে শুরু হয়,
রক্তের হোলি খেলা।
স্বপ্নের উৎসব গিয়ে থামে,
অন্তহীন মৃত্যুর মিছিলে।
প্রিয় স্বদেশের বুকে,
শয়তান নেমে আসে কদর্য থাবা মেলে।