ছোট্ট করে ছোট্ট একটা গল্প তোমায় বলবার ইচ্ছে
দগ্ধ দুপুরের তপ্ত রোদে পুড়ে যাওয়া উঠোনের বুকে,
হঠাৎ অবিরাম বৃষ্টির ধারায় বান ডাকবার গল্প


একটা কবিতা আবৃত্তি করে তোমায় শোনানোর শখ
মোচড়ানো নষ্ট পাতার পর পাতা আর নিদারুণ নিরাশার পর,
হঠাৎ মিলে যাওয়া কবিতার কি আশ্চর্য ছন্দ!


একটা ইতিহাস গড়তে চাই তোমায় নিয়ে
ধ্বংস হয়ে যাওয়া জনপদের স্মৃতি আর পরিত্যাক্ত সভ্যতাকে চাপা দিয়ে
নতুন করে কর্মব্যস্ত শহরের মুখরতা আর বেঁচে উঠবার ইতিহাস।


একটা স্বপ্ন দেখতে চাই, তোমার জন্য
হঠাৎ কেঁপে কেঁপে ওঠা অনন্ত পতন আর ছুটে চলার দুঃস্বপ্ন ভেঙ্গে
ঠোটে হাসি নিয়ে ঘুম ভাঙ্গা একটা স্বপ্ন।


--- ২৩/০১/২০১৭