কি ধরণের নাম হলো এটা?
কেন, কি হয়েছে?
ও তো মাসের নাম, মানুষের নাম কি হয়?
হলোই বা আমার মাসের নাম, তাতে তোমার কি?
যারা ডাকার ডাকছেই, যারা ভালোবাসে ডাকবেই
তুমি আগন্তুক, তোমার তাতে কিছুই নয়।


তুমি একটা নচ্ছার, আস্ত বেহায়া
বললাম তুমি আগন্তুক, কোথায় চলে যাবে
তা না, পথ আঁকড়ে আছো দাঁড়িয়ে।
ডাকাত কিংবা দস্যুই বলো,
কিংবা বলো তস্কর;  যতো বাজে কিছুই বলো
হাতটা থাকবে এরকমই, রাখলাম এই বাড়িয়ে।


লজ্জ্বা করেনা তোমার? এই বয়সে এসে
ইভটিজিং করছো টিনেজারদের মতো?
ইশ! একদম পাড়ার বখাটে ছেলে!
যেখানে পড়েছি, সেটা বলে অনেক গভীর
বোধবুদ্ধি সব লোপ পায় পড়লে,
কেবল বলে প্রিয়া’তেই তখন মুক্তি মেলে!


হয়েছে! জানতে চাইনা কিসে পড়েছো
কেন পড়েছো তাও জানবার দরকার নেই
এখন বাসা ফিরবো, বাড়ছে রাত
চাইলে কেউ পাশে হাঁটতে পারে
জানো সবই, তাই নেই জানার দরকার
আমিও তাই আর কিচ্ছু না চাই
প্রিয়তম নামের প্রিয়তর মানুষটির পাশে
হেঁটে হেটেই যেনো প্রিয় রাত বাড়ে।


কাল আসবে, বাসার সামনে,
ঠিক বিকেল পাঁচটায়।
এইবার একটু সাহসী হই, বলি,
তোমার আঙ্গুল চাই এই হাতটায়।


--- ০৮/০২/২০১৭