অল্প ক’টা সময়ে নিজের মাঝে নিজের কবি’র অস্তিত্ব খুঁজে পাই;
যখন আকাশে চাঁদ ওঠে, কিংবা বাতাসে থাকে ফুলের সুঘ্রাণ
তখন কিন্তু ঠিক কবি-মনে থাকি না আমি।
আর সব দৈনন্দিন নিরানন্দ যখন আসছে, প্রবল বিষাদে হয়তো ভরে উঠছে মন, তবুও কবিকে খুঁজে আনা হয়তো দুষ্কর।


এই আকালের বাজারে তাই হয়তো ধরেই নিয়েছিলাম ,
কবি এবার ছুটিতেই গেছেন, হয়তোবা চিরতরে।


সেই আমারই যখন আপনার চোখে চোখ পড়লো, আমি জানলাম, প্রবল বিষাদ কিংবা অন্য যেকোন চরম অনুভুতি থেকে অসীম গুণ শক্তিশালী এক উদ্দীপক আছে আমার অন্ত:কবি’র,


এক জোড়া উজ্জ্বল চোখ।


—- উদ্দীপক (০১/১২/২০২০)