মিছে মায়ার এই ভুবনে
তুই যে ছিলি শুধুই আপন
তোরে হারায় এখন
কে আমায় করবে স্বজন।
তোর স্বপনে কাটতো আমার সারাক্ষন
তুই ছাড়া এখন চোখে
ক্রন্দন।
দহনে দহনে পুড়ে যাচ্ছি আমি আর মন
তুই কি করে গেলি চলে
আমায় করে পর
তুই ছাড়া এখন আমি
একা একা হাটি
তোর বিহনে আমি
একাই কথা বলি।


নিশিতে মনে পড়ে যায় তোকে
আর কথোপকথন,
তুই ছাড়া লাগে নিঃস্ব আমার
যেন চারিদিকে শুধু অন্ধকার।
পাগল বলে মানুষ আমায়
তোর সাথে করবো সন্ধি
আয় চলে আয়।
দহনে দহনে পুড়ে যাচ্ছি আমি আর মন
তুই করে গেলি চলে
আমায় করে পর,
তুই ছাড়া এখন আমি
একা একা হাটি
তোর বিহনে আমি
একাই কথা বলি।